ফরিদপুরে কর্মকর্তাদের যোগসাজসে ওএমএস চাল বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ।ডিলার নিয়োগেও অনিয়ম।
বিশেষ প্রতিনিধি :
সরকার কর্তৃক পরিচালিত ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতায় ফরিদপুর পৌরসভারও উপজেলার একাধিক ডিলার পয়েন্ট থেকে চাল ও আটা বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। জনপ্রতি পাঁচ কেজী চাউল ও পাঁচ কেজী আটা বিতরণের নিয়ম থাকলেও তা মানছেন না ডিলাররা। দুটি পন্য মোট দশ কেজী দেয়ার নিয়ম থাকলেও কোনো কোনো ডিলার দুই পন্য মিলে পাঁচ থেকে ছয় কেজী করে দিচ্ছে নিজেদের ইচ্ছানুযায়ী। আবার কোনো কোনো জায়গায় একটি পন্যও দেয়া হচ্ছে বলে দাবী সুবিধাভোগীদের। আর এ অনিয়মে খাদ্য অফিসের কর্মকর্তারা সরাসরি জড়িত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যদিও এ অভিযোগ অস্বিকার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে ডিলার নিয়োগের অনিয়মের কারনে আকমল শেখ নামের এক ডিলার আদালতে মামলা দায়ের করলে আদালত পনের দিনের মধ্যে কারন দশানোর নোটিশ দিয়েছেন।
ফরিদপুর সদর উপজেলার তেতুলতলা বাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান সাফওয়ান এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে ফরিদপুর পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে ওএমএস এর চাল ও আটা বিতরণ করা হয়। এ কেন্দ্র থেকে সুবিধাভোগীরা দাবী করেন, শুধুমাত্র আটা বা চাউল দেয়া হয়, তাও সর্বোচ্চ পাঁচ কেজী। এ কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি সংশ্লিষ্ট ডিরারকেও। ডিলারের নম্বরে ফোন দিয়েও প্রতিউত্তর মেলেনি। তবে ওই কেন্দ্রে চাল ও আটা বিতরনের কাজে নিযুক্তদের কাছে জানতে চাইলে তারাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ডিলারে অনুপস্থিতিতে তারা সহযোগীতা করছেন বলে দাবী করেন। ডিলার কখন আসবেন বা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তারা। এই কেন্দ্রে নিযুক্ত জনৈক কর্মীর বিরুদ্ধে পন্য নিতে আসা নারীদের সাথে অসদাচারণের অভিযোগও রয়েছে।
অপরদিকে পাচ্চর বাজার থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানসবুজ বাংলা ফুড কর্ণার থেকে ফরিদপুর পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের মানুষের মাঝে ওএমএস এর চাল ও আটা বিতরন করা হয়। এ ওয়ার্ডের সুবিধা গ্রহনকারীরা জানান, চাল বা আটা যেকোনো একটি পন্য মাত্র তিন থেকে চার কেজী করে দেয়া হচ্ছে। শত চেষ্টা করেও ন্যায্য পাওনা পাওয়া যাচ্ছেনা। দুই পন্য মিলে দশ কেজীর স্থানে একটি পন্য তার তিন থেকে চার জেী দেয়ার বিষয়ে এ প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সাবেক ইউপি সদস্য শেখ শহীদুল ইসলাম জানান, শুক্র ও শনিবারসহ সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন তিনশ ৩৩ কেজী চাল ও সমপরিমান আটা পেয়ে থাকি। যা দিয়ে নিয়মানুযায়ী দিলে সর্বোচ্চ ৬৬/৬৭ জনকে দেয়া সম্ভব। কিন্ত্র এলাকায় দরিদ্রের সংখ্যা বেশী হওয়ায় খাদ্য অফিসের তদারকি কর্মীর সাথে আলাপ আলোচনা করে জন প্রতি পরিমান কমিয়ে বেশী জনকে দেয়া হচ্ছে। এসময় তিনি নিজেকে জেলা যুবদলের সহ সভাপতি পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করি, অনেকেরই চাহিদা থাকে তাই অনেকের মন রক্ষায় কম বেশী করে দেয়া হয় বলে দাবী করেন তিনি। যদিও ওই কেন্দ্রের মাস্টার রোলে সর্বোচ্চ ৬৭ জনকে দেয়ার তথ্য পাওয়া গেছে।
এ ডিলার পয়েন্টের তদারকিতে নিয়োজিত ট্যাগ অফিসার/তদারকি কর্মকর্তা, জেলা খাদ্য অফিসের অফিস সহকারী মরিয়ম সুলতানা বলেন, লোকজন বেশী হলে কমবেশী দেয়া হয়। তবে তিনি দাবী করেন, সবাইকে পাঁচ কেজী করেই দেয়া হচ্ছে। যদিও তিনি স্বিকার করেন তিন কেজী করে দেয়া হলেও মাস্টার রোলে পাঁচ কেজী করেই দেখানো হয়। নিজের অলক্ষেই তিনি অনিয়মের কথা স্বিকার করেন।
আর জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান বলছেন, ভোক্তা চাইলে তাকে পাঁচ কেজী করেই দিতে হবে, যদিও ভোক্তা চাইলে কমও নিতে পারেন। তবে চাইলে তাকে কম দেয়ার সুযোগ নেই। তবে কোনো ডিলার যদি কম দিয়ে থাকে, আর তা প্রমাণিত হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, নীতিমালার বাইরে কার্যক্রম পরিচালনার নির্দেশনা কাউকে দেয়া হয়নি।
উল্লেখ্য, ওএমএস ডিলার পয়েন্ট থেকে সরকারের মূল্য তালিকা অনুযায় প্রতি কেজী চাল ৩০ টাকায় এবং আটা প্রতিকেজী ২৪ টাকায় বিতরণ করা হয়। স্থাণীয়দের অভিযোগ, এই দামে কিছু পন্য দেয়ার পর অবশিষ্ট পন্য বাজার মূল্যে গোপনে বিক্রি করে সংশ্লিষ্ট চক্রটি বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সরকারের উদ্ধেশ্য ব্যহত হচ্ছে, বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
Leave a Reply