বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে
জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর সিভিল সার্জনের রাস্তা থেকে একটি আনন্দ মিছিল জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ এর সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন,
মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক
মোঃ জহির রহমান-
মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন
মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি
আবু বক্কর এ সময় জেলা ও মহানগর কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন। আর আমরা তাকে স্বাগত জানানোর জন্য আজকে এই কর্মসূচি আয়োজন করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে।
এ সময় তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
Leave a Reply