২৫ ডিসেম্বর শুরু হচ্ছে শিল্পী কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনী
———————————
সুজনেষু,
আনন্দের সাথে জানাচ্ছি, গ্যালারী চিত্রক শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে “পঁচিশে পঁচিশ” শিরোনামে একক চিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৪ টায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক, বরেণ্য শিল্পী রফিকুন নবী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থপতি আবদুল মজিদ শিকদার ও ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রদূত ও লেখক মাহফুজুর রহমান।
আপনার সবান্ধব উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবে।
প্রদর্শনীটি ২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
Leave a Reply