পল্লী কবি জসিমউদদীন মেজ ছেলের মৃত্যু বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে পল্ল কবি জসিমউদদীনের মেঝ ছেলে ড জামাল আনোয়ারের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর কবির নিজ বাড়ি শহরের গোবিন্দপুর গ্রামে মৃতের পরিবারের পক্ষ হতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা, মেয়ে মধুমালা জসীমউদ্দীন, নকশি আনোয়ার জসীমউদ্দীনসহ এলাকার গন্যমান্যব্যাক্তরা আংশ নেয়।
উল্লখ্য কবিপুত্র গত বছর এ দিনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্টোক জনিত কারনে মৃত্য বরণ করেন। জীবদ্দশায় তিনি আর্সোনিক বিয়ষে বিশেষজ্ঞ ছিলেন। দীর্ষদিন জার্মনের বার্লিনে অবস্থান শেষে শেষ জীবনে বাংলাদেশে অবস্থান করছিলেন।
এর আগে জামাল আনোয়ারা কবরে পুস্পমাল্য আর্পন করের কধা সিহিত্যিক নন্দন হাসনাত আব্দুল হাই, বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিতঢ পরষদের যুগ্ম সম্পাদক মেধা রেজাউল প্রমুখ।
Leave a Reply