ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত তিন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুেরের ভাঙ্গা থেকে খুলনা গামী মহাসড়কের মনসুরাবাদ এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকা গামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন নারীসহ তিন জন নিহত হন। এম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর পুত্র নিশান (২৩), কেশবপুর উপজেলার পালতিবাড়ী গ্রামের চালতী বাড়ী গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান (৪০) এবং তার বোন বিউটি (৩০)।
Leave a Reply