ফরিদপুরে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির শহিদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বিশেষ প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে ফরিদপুর ২ (নগরকান্দা -সালথা) ও ৪ (ভাঙ্গা -সদরপুর-চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার দুপুরে তাদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিনভর উৎসাহ-উদ্দীপনা ছিল ফরিদপুর ২ ও ৪ আসনে। তবে এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকু ও শহিদুল ইসলাম বাবুল আচরণবিধি মেনে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কার্যকর উদ্যোগ ছিল নির্বাচন কমিশনেরও (ইসি)।
অন্যদিকে তাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ব স্ব সহকারী রিটানিং কর্মকর্তার অফিসের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply