নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা
ফরিদপুর-৪ আসনে মনোনয়ন দাখিল
মাঠে বিএনপিসহ একাধিক প্রার্থী
সদরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন দাখিল সম্পূর্ন হয়েছে। নির্বাচনী মাঠে বিএনপিসহ একাধিক প্রার্থী রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা মোঃ ইচছাক চৌকদার,খেলাফত মজলিশ বাংলাদেশ থেকে মোঃ মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফরিদপুর-৪ আসনের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদেন প্রার্থীরা। ওই সময় কার্যালয়ের বাইরে থাকা মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আসনটির বিএনপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল প্রথমে ফরিদপুরের ভাংগা উপজেলায় মূল মনোনয়ন দাখিল দিয়ে সদরপুরে পুনরায়ন মনোনয়ন জমা দেন। পরে তিনি শেষে সাংবাদিকদের বলেন,ফরিদপুর-৪ আসনের জনগনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা যে, তারা আমাকে উৎস উদ্দীপনা ও সমর্থন দিয়েছে। আমাকে সব সময় সহযোগিতা করছেন। তারা সুষ্ট ও শান্তিপূর্ন পরিবেশে ভয়ভীতিহীন ভাবে ভোট দিতে পারবে। তিনি আরও বলেন আমি যে ভাবে মানুষের সাড়া পাচ্ছি আগামীদিনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি নির্বাচিত হলে, মাদকের ভয়ারবহতা, নদী ভাংগন,রাস্তাঘাট উন্নয়নসহ একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা মোঃ ইচছাক চৌকদার জানান, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে ইসলামিক আইন বাস্তবায়ন করে দুর্নীতি মুক্ত করবো। জনগণের সমর্থন পেলে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: সরোয়ার হোসেন ভাংগা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থাপতি মুজাহিদ বেগ ও মুহাম্মদ মুজিবুর হোসেইন ওরফে এম এম হোসেইন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
সদরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলায় সুষ্ট সুন্দর পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য,ফরিদপুর-৪ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এ আসনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাৎ উদ্দীপনা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুর-৪ আসনে ভাংগা, সদরপুর, চরভদ্রাসন তিনটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার রয়েছেন ৪৫১৪৩৮জন।
Leave a Reply