ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইনের মনোনয়ন দাখিল
সদরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচনী মাঠে বিএনপিসহ একাধিক প্রার্থী রয়েছে এ আসনটিতে।
ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ (২৯ডিসেম্বর) সোমবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমাদেন। ওই সময় তার সাথে প্রয়াত সাংসদ চৌধুরী আকমল ইবনে ইউসুফের কন্যাসহ অন্যরা উপস্থিত ছিলেন। তার সমর্থকরা মনোনয়ন দাখিলের পর বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামার অঙ্গীকার জানান ও তার কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ কাজ করছে।
মনোনয়ন দাখিল শেষে, এম এম হোসাইন জানান, আমার শ্বশুর প্রয়াত ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় ব্যক্তিও এমপি ছিলেন। তিনি বিগত দিনে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্ঠা করেছেন। কাজ করেছেন প্রান্তিক এ জনপদের রাস্তাঘাট,মসজিদ মাদ্রাসা ও বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন। আমি তার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি মানুষের জন্য কাজ করতে। আমি আমার কর্মীদের নিয়ে রাত দিন মাঠে ঘাটে কৃষক,শ্রমিক মেহনতি মানুষের সাথে যোগাযোগ করছি। তাদের উন্নয়ন ও মূল্যয়ন করা যেমন আমার কর্তব্য তেমনি এলাকার রাস্তাঘাট,মাদক নির্মূল, বেকারত্ব নিরসন করা জরুরী। আমি স্বতন্ত্রী প্রার্থী আমি এখানে এসেছি মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে। যদি জনগন আমাকে বিজয়ী করে তাহলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মডেল আসন হিসেবে তিনটি থানা কে সাজাবো।
ফরিদপুর-৪ আসনে ভাংগা, সদরপুর, চরভদ্রাসন তিনটি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার রয়েছেন ৪৫১৪৩৮জন।
Leave a Reply