সার্ভিস বুকের পাতা গড়মিলের অভিযোগ
প্রধান শিক্ষক আজাহারের বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরের আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার মিয়ার নানা অনিয়মের দুর্নীতির অভিযোগ উঠেছে। বিগত আ’লীগ আমলে ক্ষমতার দাপটে চাকুরী করা প্রধান শিক্ষক তিনি নানা অনিয়ম ও সার্ভিস বুকের পাতা ছিড়ে নিজের দুর্নীতির ধামাচাপা দিতে ব্যস্ত হয়েছেন।
একাধিক ব্যক্তির অভিযোগ সুত্রে দেখা যায়, মো: আজহার মিয়া ২০০৪সালের এপ্রিল মাসের ২০তারিখে সদরপুর উপজেলার মোজাফফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পরই পদ্মার ভাঙনে ওই স্কুল পড়লে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে না জানিয়ে বিদ্যালয় এর আলমারি, টিন- কাঠ, টিউবয়েল প্রধান শিক্ষক তার বাবুরচর নিজ বাড়িতে টিন কাঠ দিয়ে নিজের বাড়ির কাজে ব্যবহার করেন। ওই স্কুল কে ২০০৫ সালে বাবুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এক বছরের অধিক সময় পার হলেও মোজাফফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মালামাল ফেরত দেওয়ার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি বারবার তাগিদ দিলেও কর্ণপাত করেনি শিক্ষক আজাহার মিয়া। এ কারনে ওই সময় মোজাফফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কুদ্দুস দফাদার ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট মালামাল আতœসাতের অভিযোগ দায়ের করে। তৎকালীন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগ আমলে নিয়ে আজহার মিয়ার ওই সময়ের কর্মস্থল সদরপুরের বাবুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় সরজমিনে তদন্তে আসেন। তদন্তের সততা প্রমাণিত হওয়ায় ওই সভাপতির বিরুদ্ধে ক্ষুদ্ধ হন আজহার মিয়া। তিনি ওই সময় ক্ষমতার অপব্যবহার করে উপজেলার আওয়ামীলীগ নেতাদের দিয়ে সদরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রাথমিক শিক্ষার কর্মকর্তা মোবারক হোসেন মজুমদারকে চরমভাবে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া যায়।
তার কার্যক্রমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার প্রধান শিক্ষক আজহার মিয়াকে বালিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক বদলিসহ স্ট্যান্ড রিলিজ করেন এবং বিভাগীয় মামলা দায়ের করেন। ওই সময় আজাহার মিয়ার দুইটি ইনক্রিমেন্ট কর্তন করেন। ওই ইনক্রিমেন্ট কর্তন তার সার্ভিস বুকের দ্বিতীয় খন্ডের ৮পৃষ্ঠা লাল কালি দিয়ে এন্টি করা এবং স্ট্যান্ড রিলিজ করে বাবুরচর থেকে বালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। প্রশ্ন দেখা দিয়েছে, আজাহার মিয়া বাবুরচর থেকে বালিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ে বদলি হলেও তার সার্ভিস বুকের অষ্টম পৃষ্ঠায় বালিয়ারচরের বদলিও ইনক্রিমেন্ট কর্তনের কোন রেকর্ড নেই। তাহলে বালিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের ২০০৮সালের ৬ই আগষ্ট থেকে ২০১০সালের ৫ই জুলাই পর্যন্ত প্রায় দুই বছর চাকুরীকারের তথ্য কেনো সার্ভিস বুকে এন্টি হয় নাই। তাহলে এই চাকুরীকাল সময় তিনি কি করলেন প্রশ্ন অনেকে? নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রে জানা যায়, প্রধান শিক্ষক আজার মিঞার সার্ভিস বুকের পাতা পরিবর্তন করা হয়েছে। সার্ভিস বুকের দ্বিতীয় খন্ডের ৭/৮নং ওই পৃষ্ঠার সংযুক্ত পাতা ১৭/১৮নং দুটি পাতা কর্তন করে নতুন সংযোগ করে। অন্য পৃষ্ঠার সাথে পরিবর্তন নতুন করে সংযুক্ত পৃষ্ঠা হিসেবে ৭/৮নং ও ১৭/১৮নং পৃষ্ঠার কাগজ ও রংয়ের মিল গড়মিল।
এ ব্যাপারে কেহ কোনো মুখ খুলছেন না। বিশ্বস্ত সুত্র জানিয়েছে তার বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমানের জন্য টিম গঠন করা হবে। প্রধান শিক্ষক আজাহার মিয়া এ ব্যাপারে কথা বললে তিনি জানান, সার্ভিস বুক আমার নিকট থাকে না। অফিসে থাকে। আমার বিরুদ্ধে মামলা হলেও তা মিথ্যা প্রমানিত হয়েছে।
Leave a Reply