ফরিদপুরে এক সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না পেয়ে ইটভাটার প্রবেশপথ ভেকু দিয়ে কেটে দিলেন কৃষকদল নেতা
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে এক সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি। আর এই চাঁদা না পেয়ে তাদের ইটভাটার প্রবেশপথ ভেকু দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে মহানগর কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। গত শনিবার বিকালে জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুরের পরশমণি ব্রিকস (পিএমবি) নামক ইটভাটার প্রবেশপথে এ ঘটনা ঘটে। এছাড়াও পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাদের নয় বছরের শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে যদি টাকা না দেয়া হয়।
জানা যায়, ভাটার মালিক ছিলেন ওই এলাকার সদ্য প্রয়াত বিশ্বজিৎ ঘোষ। গত ৫ই আগস্টের পরে ওই কৃষক দল নেতা এবং বিএনপির কয়েকজন মিলে বিশ্বজিৎ ঘোষ সহ চার ভাইয়ের নামে ঢাকার একটি মিথ্যা হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেয়া হয়। এরপর প্রভাব খাটিয়ে বিশ্বজিৎ ঘোষ কে আটক করে নিয়ে যাওয়া হয় ঢাকায়। জেলখানায় থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তার মুক্তি মিললেও বেঁচে ফিরতে পারিনি আর বাড়িতে।
তিনি মারা যাওয়ায় বর্তমানে ভাটাটি পরিচালনা করেন তাঁর মেজো ভাই চঞ্চল ঘোষ। তাঁরা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষের আত্মীয় এই তকমা লাগিয়ে ব্যাপকভাবে নাজেহাল করা হচ্ছে। যদিও তারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। সম্প্রতি অভিযান চালিয়ে ভাটাটির চিমনি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর দাবি করেছে, ঢাকায় ভাটার বিরুদ্ধে অভিযোগ দিয়ে মন্ত্রণালয় থেকে ভাটাটি ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রদান করা হয় আমাদেরকে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর থেকে ৫০ লাখ টাকা দাবি করে আসছেন ফরিদপুর পোরসভার বৈঠাখালী এলাকার বাসিন্দা ও মহানগর কৃষকদলের সহ-সভাপতি ফরিদ শেখ। দাবিকৃত টাকা না দেয়ায় এর আগে প্রবেশ আটকে দেয়া হয়। তাঁর নেতৃত্বে পরিবারটিকে হুমকি-ধমকি, বাড়ির সামনে মহড়াসহ নানাভাবে হয়রানি করছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
চঞ্চল ঘোষের বোন সুপ্রিম কোর্টের আইনজীবী ছন্দা ঘোষ অভিযোগ করে বলেন, আমাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ফরিদ শেখ। টাকা না দেয়ায় ভাটার দুইজন ম্যানেজারকে মারধর করে, ইট বিক্রি করা বন্ধ করে দিয়েছে, প্রশাসন দিয়ে চিমনি ভেঙে দিয়েছে। এমনকি আমাদের প্রবেশও করতে দিতেছে না। শনিবার বিকালে ফরিদ শেখের নেতৃত্বে স্থানীয় শাহ মো. লিটন (৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি), রাজিব সরদার (যুবদল নেতা), শাহিন সহ কয়েকজন ভেকু দিয়ে ভাটার প্রবেশপথ কেটে বড় গর্ত করে ফেলেছে। পরে ৯৯৯ এ পুলিশ জানালে পুলিশও আসে। কিন্তু তার ১০ মিনিট আগেই ওরা ভেকু নিয়ে চলে যায়।
তিনি বলেন- তাঁরা আমাদের কাছে কোনো টাকা-পয়সা পাবে না অথচ প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। দলবল নিয়ে বাড়ির পাশে মহড়া দিয়ে বেড়ায়, বাড়ির ভেতরে ঢুকে পিস্তল দিয়ে ফায়ারও করেছে। প্রতিনিয়ত আমাদের চাপের মুখে রাখতেছে, তাঁরা নাকি আমাদের থাকতে দিবে না, জায়গা-জমি দখল করে নিবে। আমার ভাইয়ের ৯ বছরের ছেলে তুলে নেয়ার হুমকি দিয়ে বলেছে- তুলে নিয়ে গেলে ৫০ লাখ টাকা দিতে বাধ্য হবে। এ ভয়ে বাঁচ্চাটারে অন্যত্র পাঠায় দিছি। এমনকি ভয়ে আমাদের বাড়ি জনমানবশূন্য হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর কৃষকদল নেতা ফরিদ শেখ দাবি করেন, এখানে চাঁদাবাজীর বিষয় না, তাঁদের সাথে আমার ব্যবসায়ীক লেনদেন রয়েছে। প্রশাসন, ভাটা মালিক সমিতি সহ এলাকার গণ্যমান্য সকলেই জানে বিষয়টা। ২০২২ সাল থেকে মাটি দেয়ার ৯ লক্ষ টাকা পাই৷ আওয়ামীলীগের আমলে এই টাকা চাইতে গেলে হত্যার হুমকি দিয়ে বের করে দেয়। আজও টাকা না দেয়ায় পাওনাদাররা মিলে রাস্তা কেটে দিয়েছি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমার বিষয়টি জানা নেই। শনিবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ গিয়েছিল ৯৯৯ ফোন পেয়ে। চাঁদা সহ বিভিন্ন বিষয় নিয়ে যদি কোন অভিযোগ থাকে ভুক্তোভুগীদের আমাদের কাছে আসতে বলেন আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, এর পূর্বে ভাটাটির প্রবেশপথ আটকে অবরুদ্ধ করে রাখেন ফরিদ শেখ সহ অন্যরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রবেশপথ মুক্ত করা হয়।
এদিকে ফরিদ শেখ সহ অন্য সকলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ফরিদপুর আদালতে দায়ের করার পর থেকে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছেন। মামলা উঠানো এবং টাকা না দিলে তাদেরকে দেশ ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর এ কারণেই ভয়ে সংখ্যালঘু পরিবারটি এলাকা ছেড়ে বিভিন্ন গোপন জায়গায় পালিয়ে জীবন যাপন করছেন। তারা এ বিষয়ে অতি দ্রুত প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন।
Leave a Reply