সদরপুরে নদীর জায়গায় যুবদল নেতার অবৈধ স্থাপনা, ভেঙ্গে দিল প্রশাসন
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ভূবনেশ্বর নদীর জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত প্রায় ৩০ফুটের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের সদরপুর-ফরিদপুর সড়কের পাশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঔ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্যমতে ও সরজমিনে দেখা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের মরহুম আব্দুস সামাদ মুন্সী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও যুবদল নেতা মুন্সী ইশারত ভূবনেশ্বর নদীর শাখা খাল দখল করে প্রায় ৩০ফুটের লম্বা একটি টিনসেড ঘর উত্তোলন করেছিলেন। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তদন্ত করে ওই স্থাপনা ভেঙ্গে দেয়। অভিযান চলাকালে সদরপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা জানান, আমি জানতে পারি কৃষ্ণপুর এলাকায় নদীর জায়গা দখল করে একটি অবৈধ স্থাপনা নির্মান করা হচ্ছে। আমি তাকে সরিয়ে নেওয়ার পর তিনি সরিয়ে নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় কেহ অবৈধ স্থাপনা নির্মান করতে পারবে না। নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে নদী ও খাস জমি দখলমুক্ত রাখা হবে।
এ ব্যাপারে স্থানীয় যুবদল নেতা ও মাদ্রাসার পরিচালক মুন্সী ইশারত জানান, মাদ্রাসায় নতুন ঘর তোলার জন্য ভিতরে জায়গা খালি করার কারনে আমি একটি ঘর উত্তোলন করছিলাম। স্থানীয় প্রশাসন ভেঙ্গে দিয়েছে। তিনি সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক ছিলেন। প্রায় দেড় বছর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
ছবিঃ সদরপুরের ভূবনেশ্বর নদীর শাখা খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন স্থানীয় প্রশাসন।
Leave a Reply