ফরিদপুর মাদারীপুর জেলায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর ও মাদারীপুর জেলায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আজ মঙ্গলবার সম্পূর্ণ হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়ার তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, অনুষ্ঠানে সাংবাদিকদের সমাপনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা মেইল এ নির্বাহী সম্পাদক বিপিজে এ এর সভাপতি হারুন জামিল। প্রশিক্ষণে সাংবাদিকদের নির্বাচনের রিপোর্টিং ধরন, নির্বাচন কালে গণমাধ্যম কর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য -অপ তথ্য সংবাদ , হেড স্পিচ, গুজব প্রোপাগান্ডা ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের সামনে পরিবেশন করা হয়।
পাশাপাশি যেকোনো সংবাদকেই যাচাই-বাছাই করে তা জনগণের মধ্যে পরিবেশন করার আহ্বান জানানো হয়।
এ সময় বলা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আর সে লক্ষ্যে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। এজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।
উল্লেখ করা যেতে পারে দুইদিন ব্যাপী এই কর্মশালায় ফরিদপুরও মাদারীপুরের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহ আলম প্রশিক্ষক পিআইবি ।
Leave a Reply