ফরিদপুর মাদারীপুর জেলায় সাংবাদিকদের দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর ও মাদারীপুর জেলার সাংবাদিকদের দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) বি এর আয়োজনে
আজ সোমবার সকালে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ সময় সাংবাদিকদের নির্বাচনকালীন সময়ে তাদের রিপোর্টিং ও করনীয়
সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ এবং সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান।
এ সময় গণভোট জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নির্বাচন কমিশন এর কার্যাবলী নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ , এবং নির্বাচনে তাদের বিভিন্ন ভূমিকা তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করা হয় । অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহ আলম প্রশিক্ষক পিআইবি। দু’দিনব্যাপী প্রশিক্ষণ আগামীকাল শেষ হচ্ছে ।
এ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকবৃন্দ তাদের পেশাগত ভাবে উপকৃত হবে
এবং নির্বাচনকালীন সময়ে।
তাদের দায়িত্ব ও কর্তব্য তুলে করে সঠিক তথ্য জাতির সামনে প্রকাশ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ প্রশিক্ষণে মোট ফরিদপুর মাদারীপুর জেলা থেকে ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
Leave a Reply