চরভদ্রাসনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ
থানায় অভিযোগ পত্র দায়ের
চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই সাংবাদিক পরিচয়ধারীরা এক ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদশ©ন করে নিয়মিত চাঁদা দাবি কেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর ইউনিয়নের আঃ গফুর মধা ডাঙ্গী গ্রামের ব্যবসায়ী রায়হান মৃধা (৩৬) গত ১৪ জানুয়ারি চরভদ্রাসন থানায় এ অভিযোগ পত্র দায়ের করেন। সেই সাথে তিনি চাঁদাবাজীর সংরক্ষিত ফোনকল রেকড©গুলো পুলিশ সহ স্থানীয় সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন। আর দুই সাংবাদিক পরিচয়ধারীরা হলেন-উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের আব্দুস সালাম মোল্যা (৫০) ও বালিয়া ডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে সাজু মৃধা (৩০)।
জানা যায়, অভিযুক্ত সাজ্জাদ হোসেন সাজু মৃধা চরভদ্রাসন উপজেলা মটর শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং আব্দুস সালাম মোল্যা তার সহচর হিসেবে কাজ করে আসছিল। তারা দু’জনেই কিছু নামধারী পত্রিকা ও অনলাইন পোর্টালের কার্ড ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে বেড়াচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা একই ব্যক্তি জেলা ও উপজেলা প্রতিনিধি পরিচয়ে প্রতিনিয়ত বিভিন্ন সাংবাদিকের লেখা সংবাদ চুরি করে ভুয়া অনলাইন পোর্টালে পোস্ট করে নিজেদের নামে প্রকাশ করতেন। তাদের বিরুদ্ধে একাধিক ভুয়া নিউজ পোর্টাল খুলে চুরি করা সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে।
থানার অভিযোগ পত্রে বলা হয়েছে, আব্দুস সালাম মোল্যা ও সাজ্জাদ হোসেন (সাজু) একাধিকবার ব্যবসায়ী রায়হান মৃধার কাছ থেকে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করেছে। অভিযোগে উল্লেখ রয়েছে, ভেকু ব্যাবসায়ী রায়হান মৃধার কাছ থেকে চাঁদাবাজরা নিয়মিত বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করতেন। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে তারা রায়হান মৃধাকে ডেকে এনে বলেন, ভেকু (এক্সকাভেটর) চালাতে হলে প্রতিদিন আমাদের ৫ হাজার টাকা করে দিতে হবে। অন্যথায় ইউএনও এবং এসিল্যান্ড স্যারকে দিয়ে মোবাইল কোর্ট করে ভেকু ভেঙে দেওয়া হবে। এসব হুমকি ও চাঁদা দাবীর কারনে অতিষ্ট হয়ে উক্ত ভুক্তভোগী ব্যবসায়ী চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।
ভুক্তভোগী তার অভিযোগে আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা সাংবাদিকতার নাম ব্যবহার করে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তবে সাজ্জাদ হোসেন সাজুকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ আমি কখনো আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কেউ যদি কমিটিতে আমার নাম দিয়ে থাকে সেটা আমার দায় নয়। আর আমার নামে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহী “।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply