ফরিদপুরে জাকের পার্টির ৪ দিন ব্যাপী বিশ্ব মহা সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে জাকের পার্টির ৪ দিন ব্যাপী বিশ্ব ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দেশের দুর দুরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত-জাকেরানরা এতে অংশ নেন। আজ বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় চার দিনের বিশ্ব ব্যাপী ইসলামী মহা সম্মেলন।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) গতরাতে সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল ও মহাসচিব শামীম হায়দার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে, ততোদিন পর্যন্ত শান্তি আসবে না। আমরা কোন অপশক্তিকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভোমত্ব নস্যাৎ করতে দিবোনা। দেশ ও জাতিকে রক্ষার স্বার্থে জাতীয় ঐক্যের সপক্ষে দেশবাসীকে সচেতন করতে হবে। এ লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমতি নিয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাকের পার্টির পক্ষ থেকে জনসভা ও র্যালী কর্মসূচি পালনের নির্দেশনা দেন।
ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ভালো মানুষের প্রয়োজন। সেই মানুষের আজ বড়ো সংকট। সবাই আজ নেতৃত্ব প্রতিষ্ঠায় লিপ্ত, হালুয়া-রুটির ভাগাভাগিতে ব্যস্ত। এই রাজনীতির অবসান ঘটাতে হবে। এজন্য সারা দেশবাসীর সৌহার্দ্য কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল বলেন, ইসলামের নামে বিভাজনের কারণে আজ হানাহানি বেড়েছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চারিদিকে যে ধরনের অরাজকতা চলছে, এই দেশটাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করতে দিতে পারিনা।
Leave a Reply