ফরিদপুরে প্রবীণ নাগরিকদের ও মর্যাদাশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে প্রবীন নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) আয়েশা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সোহরাব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম,
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান।
এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ সামাদ, প্রফেসর আব্দুল আজিজ, ডা: এম এ জলিল, অধ্যাপক সুলতান মাহমুদ, বিলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, রাজেন্দ কলেজের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক তপন কুমার কুন্ডু, আ ন ম ফজলুল হাদি সাব্বির, ডা: আলামীন।
Leave a Reply