ফরিদপুরে “ফ্যাসিবাদ” আখ্যা দিয়ে একে আজাদের গাড়ী বহরে হামলা
বিশেষ প্রতিনিধি :
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ, ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের বহিস্কৃত সদস্য, বিশিষ্ট শিল্পপতি একে আজাদের গাড়ী বহরে মুহুর্মুহু শ্লোগানে “ফ্যাসিবাদ” আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মফস্বলের ওই বাজারটিতে রোববারে হাঁট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসে। সেখানে জনসংযোগের উদ্ধেশ্যে বিকালে ১৫-১৬ টি গাড়ীর বহর নিয়ে আসেন একে আজাদ। এর কিছু সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার প্রচারে শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে ওই বাজারে হাজির হন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন কোতয়ালী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা।
দুই পক্ষ একই এলাকায় স্ব স্ব পক্ষে নানা শ্লোগান দেয়ার এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাঁচটার কিছু সময় আগে একে আজাদ তার অনুসারীদের নিয়ে স্কুল মাঠের দিকে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে নিরব রাখতে চেষ্টা করেন, এবং একে আজাদের গাড়ী বহরকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেয়ার চেষ্টা চালান। অধিকাংশ গাড়ী পার হয়ে গেলেন বহরের শেষ দিকে থাকা দুটি গাড়ীতে আখ দিয়ে হাতলা চালায় কয়েকজন বিক্ষুব্দ। যদিও এসময় যুবদলের র্যালীর নেতৃত্বে থাকাদের চেষ্টা করতে দেখা যায় বিক্ষুব্দদের শান্ত্ব করতে।
এ ঘটনায় একে আজাদের পক্ষের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি, কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে যুবদলের র্যালীর নেতৃত্বদানকারী কোতয়ালী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা জানান, একে আজাদ আওয়ামীলীগের পলাতক নেতাকর্মীদের প্রকাশ্যে এনে জনসংযোগ করছিলো। যারা জুলাই আন্দোলনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছিলো। যেটা তৃণমূলের নেতাকর্শীরা মেনে নিতে পারেনি।
আর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষায়। তিনি জানান এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
Leave a Reply