ফরিদপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।গতকাল শনিবার
ইলিশ সম্পদ সংরক্ষণে সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর সদর এর নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ ফরিদপুর ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নর্থচ্যানেল-এর উপস্থিতিতে সদর উপজেলার সিএন্ডবি ঘাট হতে কবিরপুর ঘাট পর্যন্ত পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে আনুমানিক ২০০০ মিটার কারেন্ট জাল ও এক কেজি জাটকা মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply