ফরিদপুরের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে বরাদ্দ ছাড়ের দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বরাদ্দকৃত প্রায় ১৩ কোটি টাকা ছাড় পাওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা বেতিয়ে মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে দাবি করা হয়, ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও প্রকল্প সংশ্লিষ্টদের অবহেলার কারণে অর্থ ছাড় হচ্ছে না। ফলে জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা দাবি করেন, প্রতিবছর বরাদ্দকৃত এই অর্থ দিয়ে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিশুদের পড়ালেখা, ঘর তৈরি, গাভীসহ পশু পাখি ক্রয়ের অর্থ প্রদান করে পরিবারের নিয়মিত আয় বৃদ্ধি করনে সহায়তা করাসহ নানা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়।
তারা অবিলম্বে এই অর্থ ছাড় পেতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
ফরিদপুর ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জেলা শাখার সভাপতি হরে কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply