ফরিদপুর সমবায় ব্যাংকের দোকান বিক্রি ও গ্রাহকের কোটি টাকা লোটপাটকারী অবৈধ কমিটির সভাপতি শেখ ফয়েজের গ্রেফতার ও প্রশাসক নিয়োগের দাবীতে
মানববন্ধন
শহর প্রতিনিধি:
ফরিদপুর সমবায় ব্যাংক ভবনের ভাড়াটিয়াদের বেআইনি ভাবে উচ্ছেদের চেষ্টা,অবৈধ ভাবে দোকান বিক্রি করে দেড় কোটি টাকা আত্মসাৎ, সমবায় ব্যাংকের গ্রাহকের কয়েক কোটি টাকা লোপাটের সাথে জড়িত ব্যাংকের অবৈধ কমিটির সভাপতি ও জুলাই ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার ও ব্যাংকের অবৈধ পরিচালক এনায়েত হোসেন লিটন, জাহিদ হোসেন ও ম্যানেজার পলি আক্তারকে অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সমবায় ব্যাংক ভবনের ভাড়াটিয়া ব্যবসায়ী ও ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকদেন উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফরিদপুর সমবায় ব্যাংক ভবন ব্যবসায়ী সমিতির আহবায়ক মোঃ আনিসুর রহমান, সদস্য সুমন হালদার,কাউসার হামিদ ও প্রকাশ বালা, ব্যাংকের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান, ভুক্তভোগী সদস্য শহিদুল ইসলাম ও মমতাজ বেগম।
সদস্য শহিদুল ইসলাম বলেন, আমি ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ করছি, এখন আমার আমানতের টাকা ফেরত দিচ্ছে না। উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই ফয়েজ।
আরাক সদস্য মমতাজ বলেন, আমি সমবায় ব্যাংক থেকে ৬০ হাজার টাকা লোন নিছি, এই প্রযন্ত সুদসহ ১ লক্ষ ৭০ হাজার ৩শত টাকা পরিশোধ করেছি, এখন ব্যাংক থেকে আমাকে নোটিশ দিয়েছে আরো নাকি ৫৫ হাজার টাকা আমার কাছে পাবে। তিনি আরো বলেন, আমি এই ব্যাংকে ২ লক্ষ ৫০ হাজার টাকা আমানত রেখে ছিলাম ১০ বছর মেয়াদে,মেয়াদ শেষ হয়ে গেছে এখন টাকা ফেরত চাচ্ছি দিচ্ছে না। আমি টাকার জন্য কয়েক বছর ঘুরতেছি।
ব্যাংকের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান বলেন, বর্তমানে ব্যাংকে কোন কমিটি নেই। কিছুদিন আগে জয়েন্ট রেজিস্ট্রার অফিস থেকে এডহক কমিটি করে দিছে, কিন্তু তাদের কাছে দায়িত্ব দেয়নি এই ফয়েজ, সেই এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এখন কোন বৈধ কমিটি নেই। এখন পূর্বের সেই সেই অবৈধ কমিটি জোড় করে দখল করে আছে এবং অবৈধ ভাবে দোকান বিক্রি করে দেড় কোটি টাকা আত্মসাৎ করছে৷
তার বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলা মামলা রয়েছে, অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না।
এসময় বক্তারা ফরিদপুর সমবায় ব্যাংকটি রক্ষায় জরুরি ভিত্তিতে বর্তমান অবৈধ কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানান এবং ব্যাংকের অবৈধ কমিটির সভাপতি ও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি শেখ ফয়েজ আহমেদ কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply