নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেয়া হবে- কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু
বিশেষ প্রতিনিধি :
নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু। তিনি বলেন নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র এদেশের মানুষকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ছাত্র জনতার রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। আগামীতে নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে দেশের মানুষ। আর সেই নির্বাচন বাণচলের কোন ষড়যন্ত্র আপনারা করবেন না।
আজ বিকেলে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ও ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর, পিঠা কুমরা বাজার ও রসুলপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি অন্তবর্তী সরকার প্রধান ডঃ মোঃ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে আপনার সদিচ্ছা দেশবাসী দেখতে পেয়েছে এবং আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। কিন্তু গতকাল ঢাকায় নুরুল হক নুরুর উপর হামলার যে ঘটনা ঘটেছে এই গণতন্ত্র উত্তরণের যুদ্ধে তিনি ছিলেন আপোষহীন একজন নেতা। আমরা এমন দিন দেখার জন্য তো বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করিনি। ফ্যাসিবাদী হাসিনা সরকার আমাদেরকে নির্মমভাবে অত্যাচার-নিপীড়ন করেছে বিগত দিনে। এখন আমাদেরকে কথা বলতে দিতে হবে। আর কোন উপায়ে যদি নির্বাচন বাণচালের ষড়যন্ত্র করা হয় তাহলে তা রুখে দেয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, বিএনপি নেতা ইদ্রিস মেম্বার, রব মেম্বার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply