ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিশেষ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে ফরিদপুর ম্যাটসের সামনে থেকে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
পৃথক সমাবেশ থেকে নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্টক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply