ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ আমরা করতে চাই -ফরিদপুরে শামা ওবায়েদ
নগরকান্দা প্রতিনিধি :
ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ আমরা করতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছামা ওবাইদ ইসলাম রিংকু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন যতবার এ দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার ক্ষুন্ন হয়েছে, মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছে, ততবারই বিএনপি মাঠে নেমেছে। বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী গত ১৭ বছরে খুন হয়েছে গুম হয়েছে, মিথ্যা মামলায় হাজারো নেতাকর্মী জেল খাটছে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মাত্র জনতার অভ্যস্থানের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও হ্যাপিবাদের দোসোরেরা আমাদের চারপাশে এখনো ঘোরাফেরা করছে। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থেকে তাদেরকে মোকাবেলা করার আহ্বান জানান এই নেত্রী।
নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান তালুকদার বাবুলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাজরিছ মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুব দলের যুগ্ন- সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা ছাত্র দলের সভাপতি আলী আকবর শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন – আহ্বায়ক জামাল হোসেন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে হাজারো নেতা কর্মীর অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply