ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের ১২৮ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব শেখের বিরুদ্ধে আনীত স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (৪সেপ্টেম্বর ) দুপুর তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব শেখ একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “একজন শিক্ষকের সম্মানহানির জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এসময় এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান শিক্ষককে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply