ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা) এর জন্মদিন উপলক্ষে
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন কমিটির উদ্যোগ একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা টি ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। আলিপুর গোরস্থানে সামনে গিয়ে শেষ হয় ।
শোভাযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন
ডোমরা কান্দি খাবারিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা রনি চিশতি,
তুলা গ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সুফি কুরবান আলী চিশতি ,
ফরিদপুর পৌরসভার সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদ। এ সময় শত শত মানুষ উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। এবং মহানবী হযরত মুহাম্মদ (সা) এর আদর্শকে অনুসরণ করে সবাইকে জীবন ধারণ করার আহ্বান জানান।
Leave a Reply