ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩রা জানুয়ারী ২৬ইং বিকেল ৪:০০ টায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল উপলক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরে বিএনপি মনোনীত ৫ বার নির্বাচিত সাবেক এমপি, মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কন্যা সদর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বিলুপ্ত) ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী, কৈজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপির সাবেক সদস্য সোহরাব হাওলাদার, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমির ইউসুফ, ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, রেজাউল হোসেন প্রমুখ স্থানীয় নের্তৃবৃন্দ সহ বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলের নের্তৃবৃন্দরা।
এ দোয়া অনুষ্ঠানে হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply