সাগর বিশ্বাস- নিউজ ডেস্কঃ অনেকের মনেই এই ধারণা যে গেম খেললে হয়তো মোবাইল নষ্ট হয়ে যায়। কিন্তু, এই ধারণাটি সঠিক না। আপনার মোবাইল হলো এক ধরণের কম্পিউটার। আর কম্পিউটার কিন্তু এটা বোঝে না যে কোনটা মানুষের ছবি আর, কোনটা গাড়ির ছবি; কোনটা বাংলা ভিডিও আর, কোনটা ইংরেজি ভিডিও।
অডিও, ভিডিও, গেইম ইত্যাদি সবই আপনার মোবাইলের কাছে নির্দিষ্ট পরিমাণ মেগাবাইটের একটি প্রোগ্রাম। আপনি ভিডিও দেখুন কিংবা গেইম খেলুন; আপনার মোবাইলের কাছে সেগুলো 1 আর, 0 সংখ্যা দিয়ে গঠিত একটি Data ছাড়া আর কিছুই না।
আপনি ভিডিও দেখলে আপনার মোবাইল যেভাবে কাজ করে, গেইম খেললেও সেভাবেই কাজ করে।
তবে, এখন অনেকে ২ টি প্রশ্ন করবেন-
• Game খেললে মোবাইল গরম হয়ে যায় কেনো?
• Game খেললে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেনো?
জি, ভালো প্রশ্ন। দেখুন, মোবাইলে একটি সাধারন কাজ করতে যেই পরিমাণ পাওয়ার সাপ্লাই করতে হয়, একটি গেম খেলতে তার চেয়ে অনেক বেশি পাওয়ার সাপ্লাই করতে হয়। আর, এই পাওয়ার কোথায় থেকে সাপ্লাই করা হয়? ব্যাটারি থেকে! তো গেম খেলার কারণে ব্যাটারি থেকে যেহেতু বেশি পাওয়ার সাপ্লাই করতে হচ্ছে, তখন তো ব্যাটারি অল্প সময়েই নষ্ট হয়ে যাবে!
আর, ব্যাটারি গরম হওয়ার কারণও কিন্তু এই বেশি পাওয়ার সাপ্লাই করা! কেননা, যখন বেশি বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হচ্ছে তখন বেশি তাপ উৎপন্ন হচ্ছে। আর, মোবাইলে যেহেতু কম্পিউটারের মতো ফ্যান নেই; তাই, সেই তাপ ধীরে ধীরে বাড়তেই থাকে।
ফেইবুকে আপডেট পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুনঃ
www.facebook.com/Ganasonghoti
দৈনিক গনসংহতি (সব সময় নতুন সংবাদ)
২৪ ঘন্টাই খবর। খবরের সাথেই থাকুন।।
Leave a Reply