1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
যেসব সংস্কার বিএনপি সহ অন্য দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে- সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুরে নিরাপদ সড়ক আন্দোলনের ২৯ সদস্যের কমিটি গঠন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর —–ফরিদপুরে শ্রম সচিব সদরপুরে এসএসসিতে জিপিএ ৬৬,পাশে এগিয়ে বেসরকারি স্কুল ফরিদপুরে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ একে আজাদের বাড়িতে হামলার মামলায় ১৫ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে ফরিদপুরের একটি আদালত। ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো’য় চাকুরীর দাবিতে মানববন্ধন
শিরোনাম :
যেসব সংস্কার বিএনপি সহ অন্য দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে- সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুরে নিরাপদ সড়ক আন্দোলনের ২৯ সদস্যের কমিটি গঠন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর —–ফরিদপুরে শ্রম সচিব সদরপুরে এসএসসিতে জিপিএ ৬৬,পাশে এগিয়ে বেসরকারি স্কুল ফরিদপুরে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ একে আজাদের বাড়িতে হামলার মামলায় ১৫ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে ফরিদপুরের একটি আদালত। ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ওজোপাডিকো’য় চাকুরীর দাবিতে মানববন্ধন

ফরিদপুরে নিলামে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী দেওয়াল করতে গিয়ে হামলার স্বীকার

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৯৫ Time View
Exif_JPEG_420

ফরিদপুরে নিলামে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী দেওয়াল করতে গিয়ে হামলার স্বীকার

শহর প্রতিনিধি ঃ
ফরিদপুরে একটি বেসরকারি ব্যাংকের নিলামে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী দেওয়াল করতে গিয়ে হামলার স্বীকার ঐ জমির মালিক দুই সহদর। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম মৃধা নামে এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে।
জানা যায়, ২০২২ সালের ২৩ নভেম্বর ফরিদপুর ইর্স্টান ব্যাংকের নিলামকৃত দশ শতাংশ জমি ক্রয় করেন মোঃ মিঠুন খান ও হাবিবুর রহমান নামে দুই ভাই। তারা জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের পান্নু খানের পুত্র। কিন্তু জমি ক্রয়ের পর থেকে দখলে যেতে পারছেন না তারা। নিলামের মাধ্যমে তাদের ক্রয়কৃত জমি নিজের জমি বলে দাবি করেন ফরিদপুর পৌরসভার ২২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা। আর এতেই ভোগদখলে যেতে বাঁধা দেয়া হচ্ছে তাদের।
ইস্টার্ন ব্যাংকের ফরিদপুর শাখা সুত্রে জানা যায়, ব্যাংকে দশ শতাংশ জমি বন্ধক রেখে অর্থঋণ নেন জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম মিরাজ। তফশীল অনুযায়ী ব্যাংকে বন্ধক রাখা জমিটি ১১৬নং কমলাপুর মৌজার আরএস খতিয়ান নং- ২০৮৬, এসএ খতিয়ান নং- ১৯৮০, ডিপি খতিয়ান নং- ১২৯৫, বিএস দাগ নং- ৮৬১৭ এবং এসএ প্লট নং- ৪৩২৮ ও বিএস প্লট নং ৮৬১৭। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার ঋণের পরিমাণ দাড়ায় এক কোটি একত্রিশ লাখ তেইশ হাজার তিনশত আটানব্বই টাকা বিরাশি পয়সা। পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় ফরিদপুর যুগ্ম জেলা জজ প্রথম আদালত এবং অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। এরপর আদালতের মাধ্যমে অর্থঋণ আদালত আইন-২০০৩ এর ৩৩(৫) ধারায় নিলাম বিজ্ঞপ্তি ঘোষণা করেন ব্যাংক কর্তৃপক্ষ। যা একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫১ লাখ টাকা দিয়ে ওই দশ শতাংশ জমি ক্রয় করেন মিঠুন খান ও হাবিবুর রহমান নামে দুই ভাই। ব্যাংক তাদের ২০২২ সালের ২৩ নভেম্বর জমিটি হ¯Íান্তর করেন।
কিন্তু নিলামে বিক্রয়কৃত জমিটি স্থানীয় কাউন্সিলর নজরুল মৃধার নামে রয়েছে বলে এ প্রতিবেদকের কাছে দাবি করেছেন। একই দাবি করে আসছেন ওই দুই ভাইয়ের কাছেও। এ বিষয়ে তিনি আদালতে আপিল করেও ব্যর্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন তৎকালীন ওই ব্যাংকের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট খান রেজাউল ইসলাম বাবুল। ব্যাংক কর্তৃপক্ষও বলছে, নিলামে বিক্রয়কৃত জায়গাটি নজরুল মৃধা নামে কারো নামে নেই।
সরেজমিনে দেখা যায়, ওই জমিতে একটি  স্থাপনা রয়েছে। যার সামনের অংশে রানী রান্না ঘর নামে একটি খাবার হোটেল করা হয়েছে। গত ৬ মাস আগে ভাড়া নেন বলে জানিয়েছেন হোটেলের মালিক ফৌজিয়া রানী। এছাড়া ভেতরের অংশ টিনের ঘর তুলে ভাড়া দেয়া হয়েছে। গত ৩/৪ মাস আগে ভাড়া নেন মোতালেব নামে এক ব্যক্তি। তারা সকলেই স্থানীয় কাউন্সিলর নজরুল মৃধার নিকট থেকে ভাড়া নিয়েছেন বলে জানিয়েছেন।
জানতে চাইলে ওই কাউন্সিলর নজরুল মৃধা বলেন, ‘ওই দাগে আমার ৩.৩৭ শতাংশ ক্রয়কৃত জমি রয়েছে এবং দশ শতাংশ জমি (নিলামকৃত) আমি অ্যার্টনি পাওয়ার মূলে মালিক হয়েছি। আমার কোন জমি নিলাম হয়নি। এছাড়া আমি আশরাফুল ইসলাম মিরাজ নামে কাউকে চিনি না।’ তাহলে ওই জমি ব্যাংক কেন নিলামে ডেকেছে- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, সেটা ব্যাংক জানে।
এদিকে রোববার বেলা ১১ টায় প্রায় ৬০ জন শ্রমিক নিয়ে ওই জমিতে সীমানা দেয়াল নির্মাণ করতে যান ক্রেতা মিঠুন খান ও হাবিবুর রহমান। এ সময় কাউন্সিলর নজরুল মৃধার নেতৃত্বে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন।  এতে চারজন শ্রমিকসহ তারা দুই ভাই আহত হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন খান বলেন, আমি ব্যাংকের মাধ্যমে জমিটি ক্রয় করেছি। এরপর থেকেই ওই জমি ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় কাউন্সিলর নজরুল মৃধা। আমরা ওই জমিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেয়া হচ্ছে।
তিনি বলেন, আজ বাউন্ডারি ওয়াল নির্মান করার জন্য আমি পুলিশের সহযোগিতায় নিয়ে সেখানে যাই। কিন্তু পুলিশের উপস্থিতিতেই নজরুল মৃধার নেতৃত্বে একদল যুবক আমাদের উপর হামলা করে। এ সময় আমার শ্রমিকদেরও বেধরক মারধর করা হয়। আমাকে ও আমার ছোট ভাইকেও বেধরক মারধর করে।
মিঠুন খানের বাবা পান্নু খান বলেন, আইনীভাবে আমাদের সম¯Í কাগজপত্র রয়েছে। আমরা জায়গা কিনেছি ব্যাংকের মাধ্যমে কিন্তু উনি কে। জায়গা যার ছিল তারা বাঁধা দিচ্ছে না। অথচ নজরুল মৃধা এই জমির কেউ না হয়ে নিজের জমি দাবি করে বসে আছেন।
হামলার বিষয়ে কোতয়ালী থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, সকালে একটি ঝামেলার কথা শুনে পুলিশ পাঠিয়েছিলাম। পরবর্তী একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati