কামারডাঙ্গী আব্দুল ওয়াহেদ জামিয়া খানক্বাহ শরীফে দিনব্যাপী বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহর প্রতিনিধিঃ
‘ফরিদপুর জেলার সদর উপজেলাধীন চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটের উত্তর পাশে পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মাদ ফখরুল হুদা খান (রঃ) এর প্রতিষ্ঠিত কামার ডাঙ্গী আব্দুল ওয়াহেদ জামিয়া খানক্বাহ শরীফ ময়দানে প্রতি বছরের ন্যায় এ বছর ও দেশের ৩৫টি জেলা হতে আগত ধর্মপ্রান জনসাধারনের উপস্থিতিতে ধর্মভীরু অভিজ্ঞ ওলামায়ে হাক্কানীদের আগমনে ২৪ তম ওয়াজ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠান মরহুম পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মাদ ফখরুল হুদা খান (রঃ) এর রওজায় কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হয়। এ সময় দেশের বিভিন্ন স্থান হতে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশের বিভন্ন স্থান হতে ধর্মভীরু অভিজ্ঞ ওলামায়ে হাক্কানী আলেম বৃন্দ ওয়াজ মাহফিলে আগত মুরিদ উপস্থিতিতে দ্বীন সম্পর্কে আলোচনা করেন।
পীরজাদা শাহ মুহাম্মাদ আহমাদুল হুদা খান (রঃ) বলেন, দেশ ও জাতীর কল্যাণ কামনায়, কামার ডাঙ্গী আব্দুল ওয়াহেদ জামিয়া খানক্বাহ শরীফ মাদ্রাসা ছাত্রদের মাঝে শিক্ষা দিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান সকল শ্রেনীর ছাত্রদের জন্য উন্মুক্ত। দ্বীনের সঠিক শিক্ষা দেওয়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।
Leave a Reply