নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুর আটক সন্ত্রাসী,মাদকব্যবসায়ী ও টেন্ডারবাজ সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের চতুর্থ দফায় আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ২১ জুন দুপুরে ফরিদপুর ১ নং আমলী আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে ফরিদপুরের ১ নং আমলী আদালতে বরকত ও রুবেলকে হাজির করে পুলিশ। এসময় গ্রেফতারের সময় তাদের জিম্মা থেকে উদ্ধার ১২’শ বস্তা চাল উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। আদালত শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, গত ১৮ তারিখে মাদক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করা হয় বরকত ও রুবেলকে। এসময় ১২’শ বস্তা চাল উদ্ধারের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার থেকেই ৪ দিনের রিমান্ড শুরু হবে বলেও জানান তিনি।
গত ৭ জুন পুলিশের হাতে আটকের পরে বরকত ও রুবেলের গাড়ির গ্যারেজ, গোডাউন থেকে ১২’শ বস্তা চাল জব্দ করে পুলিশ। এই ঘটনায় কোতয়ালী থানার উপ পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ উপ পরিদর্শক কবিরুল হক।
এর আগে ১ম দফায় অস্ত্র মামলায় বরকত, রুবেলসহ ৪ জনকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ, ২য় দফায় সুবল সাহার বাড়িতে হামলার মামলায় বরকত ও রুবেলসহ ৩ জনকে আরো ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ৩য় দফায় মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় ৩ দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে হাজির করে চাল উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৪র্থ দফায় রিমান্ড আবেদন জানালো পুলিশ।
উল্লেখ, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা’র বাড়িতে হামলায় ঘটনায় দায়েরকৃত মামলায় গত ৭ জুন বহিষ্কৃত শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হোসেন রুবেলসহ ৯ জনকে আটক করে পুলিশ। পরে রুবেল ও বরকতের দেহ ও বাড়ি তল্লাশী করে ৭ টি আগ্নেয়াস্ত্র, বিদেশী মদ, ইয়াবা, ডলার, ভারতীয় রুপী ও নগদ ২৯ লক্ষ টাকা এবং ১২’শ বস্তায় ৬০ হাজার কেজি চাল জব্দ করে। সেসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩ টি মামলা দায়ের করা হয়।
আটকের পর শহর আওয়ামীলীগ জরুরী সভা করে সাধারণ সম্পাদকের পদ থেকে বরকতকে অব্যাহতি দিয়ে বহিস্কারের শুপারিশ করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে চিঠি পাঠায়। জেলা বাস মালিক গ্রুপও বরকতকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়। অপরদিকে ফরিদপুর প্রেসক্লাব জরুরী সাধারণ সভার মাধ্যমে ফৌজদারী অপরাধে জরানো, টেন্ডারবাজি, মাদকব্যবসা,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন প্রেসক্লাবের সাধারন সদস্যদের নির্যাতনের ফলে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় প্রেসক্লাবের গঠনতন্ত্র স্থগিত করে ইমতিয়াজ হাসান রুবেলক ও সাজ্জাত হোসেন বরকতে প্রেসক্লাবের সদস্য পদ থেকে আজিবনের জন্য বহিস্কার করা হয়। উপস্হিত সকল সদস্যের সম্মিতক্রমে প্রেসক্লাবে ইমতিয়াজ হাসান রুবেলের সকল কর্মকাণ্ড অবৈধ ঘোষনা করে অগঠনতন্ত্রিক ভাবে বহিষ্কৃত সদস্যদের পুনরায় প্রেসক্লাবের সদস্যপদ বহাল করা হয়।
Leave a Reply