ফরিদপুরে ট্রেনের নিচে শুয়ে পড়ে অজ্ঞাতনামা মহিলার আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ট্রেনের নিচে শুয়ে পড়ে অজ্ঞাতনামা মহিলা আত্মহত্যা করেছেন।
আজ বুধবার বেলা ১২:২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় অবস্থিত সোলজার বোর্ডের সামনে রাজশাহী থেকে ঢাকা গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, নিহত মহিলা আগে থেকেই ট্রেনে ঝাঁপ দেওয়ার জন্য ট্রেন লাইনের পাশে ছিলেন। রাজশাহী থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর শহরস্থ স্টেশন ত্যাগ করে বর্ণিত স্থানে পৌঁছালে অজ্ঞাত মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়েন। এ সময় তার শরীর মাঝামাঝি স্থান থেকে আলাদা হয়ে যায়। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply