শহর প্রতিনিধি
ফরিদপুরে ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ৬ বিক্রেতাকে আটক করে মুচলেকায় নিয়ে পরে ছেড়ে দেয়া হয়েছে। এসময় বিক্রেতারা আর কোন দিন বেশীদামে সিগারেট বিক্রি করবেন না এই মর্মে মুচলেখা প্রদান করায় পুলিশ তাদের ছেড়ে দেয়।
গত ২১ জুন রবিবার ফরিদপুর শহরে ১২ টার দিকে অভিযোগের ভিত্তিতে ফরিপুর কোতয়ালী থানার এসআই এর নেতৃত্বে সংগীয়ফোর্সসহ তাদের আটক করে।
জানাযায়, ব্রিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানীর(বেনসন ও গোল্ডলিফ) সিগারেট কোম্পানীর নির্ধারিত দামের চেয়ে প্রতি শলাকায় ১ টাকা বেশী করে বিক্রি করে আসছিল কতিপয় অসাধূ বিক্রেতা। ভোক্তারা গত বাজেটের পর থেকে থানায় অভিযোগ দিয়ে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে ফরিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রানা স্টোর, সোহেল স্টোর, আলী স্টোর, সামাদ স্টোর, জামাল স্টোর, জনি স্টোর, মাসুদ স্টোর, কবির স্টোর এবং উৎসব স্টোরসহ মোট ১১টি দোকানে অভিযান চালান। এর মধ্যে ৬ জন বিক্রেতার বেশীর দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়া গেলে পুলিশ তাদের আটক করে। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকের সরনাপন্ন হলে আটককৃত ব্যক্তিগণ আর কোন দিন বেশীদামে সিগারেট বিক্রি করবেন না মর্মে মুচলেখা প্রদান করায় পুলিশ তাদের ছেড়ে দেয়।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ফরিদপুর জেলার পরিবেশক এর সাথে আলাপ করলে তিনি জানান, কিছু অসাধূ ব্যবসায়ী বাজেটের আগে ও পরে সরকার ও কোম্পানী নির্ধারিত মূল্যের চাইতে অধিক মুনাফার লোভে বেশী দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেন। ভোক্তা যে সঠিক দামে সিগারেট কিনতে পারেন সেদিকে কোম্পানী ও আমাদের দৃষ্টি রয়েছে। ইতি মধ্যে দোকানদারদের মুনাফাকে আরো বাড়িয়ে দেয় হয়েছে তাই সকল ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ সঠিক দামে সিগারেট বিক্রির জন্য।
Leave a Reply