নিজস্ব প্রতিনিধি ;
ফরিদপুরের বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, ভূমিদস্যু,অবৈধ অস্ত্রধারী রুবেল বরকতের কোলকাতার ব্যবসায়ীক ম্যানেজার গ্রেফতারকৃত সুমন সাহা ৩ দিনের পুলিশ রিমান্ডে। রুবেল বরকত সুমন সাহার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত কতৃক মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডে দন্ডিত পলাতক আসামি জাহিদূর রহমান খোকোনকে কোলকাতা থেকে হুন্ডির মাধ্যমে ৩৫০ কোটি টাকা পাচার করেছে মর্মে তথ্য প্রমান পেয়েছে পুলিশ। কু্খ্যাত এই খোকোন রাজাকার রুবেল বরকতের আপন মামা। সুমন সাহার নিলটুলি স্বর্নকার পট্টিতে অনিমা জুয়েলার নামে স্বর্নের দোকানে ছিলো তার কথিত অফিস। সকাল থেকে রাত পর্যন্ত এই স্বর্নের দোকানে বসে নিয়োগ, বদলি সহ নানা অপকর্ম করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন তিনি। ওখানে বসেই কোটি কোটি টাকা হুন্ডি করে পাচার করেছে কোলকাতায়। এই সুমন সাহা এক সময় আওয়ামীলিগ নেতা মোকারম বাবুর খাস লোক ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তন হয়ে পুলিশের হাতে আটক হন মোকারম বাবু আর রাতারাতি সুমন সাহা পাল্টে গিয়ে লুটেরা রুবেল বরকতের খাস লোক বনে যান। অতি উৎসায়ী হয়ে নিজে বাদী হয়ে মাথ্য চাঁদাবাজির মামলা দেন আওয়ামীলিগ নেতা মোকারম বাবু ও সাবেক ছাত্রলীগের সভাপতি সত্যজিৎ মুখার্জির নামে। পুলিশের হাতে গ্রেফতার এই সুমন সাহাকে বাঁচাতে তার শশুর গৌরাঙ্গ সাহার ইন্ধনে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল।
এব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার সুদৃষ্টি রাখবেন বলে মনে করেন ফরিদপুরের সুধী জন।
Leave a Reply