ফরিদপুরে ব্রাদার্স ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন
শহর প্রতিনিধি:
ফরিদপুর শহরের আলীপুরে ব্রাদার্স ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের আলীপুর গোরস্থান সংলগ্ন নয়ন সুপার মার্কেটের ৩য় তলায় ফিতা ও কেক কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন
ব্রাদ্রাস ফার্নিচার লিমিটেড এর পরিচালক শরিফুজ্জামান সরকার(রাজিব) ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন বেল্ট ইনচার্জ ফিরোজ জামান, পরিদর্শ ফারুক ইয়াছিন, এরিয়া অফিসার মোঃ সৈকত, ফরিদপুর শোরুম অনার নাসির উদ্দিন আহম্মেদ মিঠু, ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক খান , মার্কেট মালিক গোলাম আজম খান সবুজ।
ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের ফরিদপুর শোরুমের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে বিশেষ ছাড়ে পন্য বিক্রির অফার চলছে।
Leave a Reply