ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ভুয়া সাংবাদিক
আটক
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের কানাইপুরে আর্মি ক্যাম্পের সেনাদলের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ভুয়া সাংবাদিক
মোঃ জহির মোল্লা (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে,আজ বুধবার ভোর ৫ টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত
মোঃ জহির মোল্লা বসুনরসিংহদিয়া
গ্রামের লতিফ মোল্লার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলো বলে অভিযোগ।
তবে ভয় ও হুমকির কারণে ভুক্তভোগীরা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।
সেনাবাহিনীর অভিযানে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছে স্থানীয়রা।
জানা যায়, আটককৃত ভুয়া সাংবাদিক অনলাইনে ‘বঙ্গ টিভি’ এবং ‘দৈনিক কৃষাণী কণ্ঠ’ নামক ফেইসবুক পেজ খুলে সাংবাদিকতা করতেন।
যার কোন নিবন্ধন নেই। তিনি মোটরসাইকেলের সামনে সাংবাদিক স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি করতেন।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রসমূহে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাব্য হুমকি হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে দ্রুত একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানান, সমাজ থেকে এই ধরনের চাঁদাবাজ নির্মূলে অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানান। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্প ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply