ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত
হয়েছে। আজ মঙ্গলবার শহরের এনজিও ফোরামে অনুষ্ঠিত এই সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
আহবায়ক কাজী রিয়াজ এর সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার ‘শিক্ষা বিষয়ক সেল’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল,
যুগ্ম আহবায়ক সাইয়েদুল আবরার শিফাক,
মুখপাত্র কাজী জেবা তাহসিন
সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় বক্তারা ফরিদপুরে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান কম্পিউটার ও আইসিটি ল্যাব কার্যকর করা, কারিগরি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, জেলা স্কুলসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি ব্যবস্থা বাতিল করা, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার বিষয়ে আলোচনা করেন। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ওহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply