ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকাল ৭ টা থেকে শুরু হয় এই সংঘর্ষ।
স্থানীয়রা জানায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে তালুকদার গ্রুপ ও খাঁন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এদের মধ্যে তালুকদার গ্রুপের নেতৃত্ব দেন মফিজ তালুকদার এবং খাঁন গ্রুপের নেতৃত্ব দেন কবির খাঁ। তালুকদার গ্রুপের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের খাঁন গ্রুপের মৃত ছরোয়ার খাঁর ছেলে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রবিবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ওই ঘটনার জেরে সুমন শেখ তার লোকজন নিয়ে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। পরদিন সোমবার সকালে পুনরায় সুমন শেখ ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে নির্মিত শহিদ খাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এরপরে আজ সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে সকাল থেকেই সংঘর্ষে লিপ্ত হয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে সকাল ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এবিষয়ে তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউর রহমান জানান, সকালে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশে খবর দিই। পরবর্তীতে কয়েকজন ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ থামাতে পারি। বর্তমানে সংঘর্ষ বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply