দারুল আজহার মাদরাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি:
ক্যাডেট কেয়ার কর্তৃক আয়োজিত দেশের সেরা ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতামূলক ২০২৫ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মধ্যে অনুষ্ঠিত ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের পিয়ারপুরে অবস্থিত দারুল আজহার (একটি আধুনিক মাদরাসা) মাদরাসার ১৭ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে।
শনিবার ১০ জানুয়ারি ২৬ সকাল ১০টায় অত্র মাদরাসা প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর সম্বর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ড. ইঞ্জিনিয়ার শাহ্ মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ মুফতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম ও পরিচালক মুফতি মাহমুদুর রহমান, অত্র মাদ্রাসার পরিচালক আশরাফুল হক রবিন, ইঞ্জিনিয়ার মীর কাসেম আলী, ইঞ্জিনিয়ার হারিজ খান সহ মাদরাসার সকল শিক্ষকবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নার্সারি শ্রেণীতে তাসফিয়া আক্তার, রাফিয়া তাসনিম, সামিউল ইসলাম, বায়েজিত হাসান, আবু তাহের, রাইসা ইসলাম, আফিয়া জান্নাত, মো: মাহমুদুল্লাহ্ খান, হুসাইন খাঁন, মুবিন খলিফা, সানজিদা আক্তার।
প্রথম শ্রেণী থেকে তাহসিনা আক্রার, আব্দুর রহমান, আরশিয়া ইসলাম আনিছা, মো: শিহাব জামান, মো: ইস্রাফিল শেখ ও ২য় শ্রেণীর মো: আবির শেখ।
বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে ক্রেস্ট পুরস্কার প্রদান ও নতুন ছাত্রদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসাইন।
উল্লেখ্য জানুয়ারী ২০২৩ থেকে এ মাদরাসাটি চালু হয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
Leave a Reply