আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
আলফাডাঙ্গা প্রতিনিধি:
আলফাডাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস হলরুমে এ আয়োজন করা হয়েছে।কৃষি সমৃদ্ধি ২০২৫ ২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।৫০ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের জন্য সাত একরে বীজ বিতরণে তালিকা করা হয় । লাউ ২০, মিষ্টি কুমড়া ৪০, বেগুন ৭০ মোট দেড়শ জনের মাঝে বিতরণ এবং এছাড়া প্রণোদনা হিসাবে কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি করে সার দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।
Leave a Reply