ফরিদপুরে শারদীয় সংঘের উদ্যোগে ধর্মীয় আলোচনা চণ্ডীপাঠ ও বস্ত্র বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে শারদীয় সংঘের উদ্যোগে ধর্মীয় আলোচনা চণ্ডীপাঠ ও বস্ত্র বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জগজ্জননী মহামায়ার শুভাগমন উপলক্ষে ৭ ম বর্ষে শারদীয় আগমনী উপলক্ষে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ শুক্রবার রাতে রাতে ফরিদপুরের ইসকন মন্দিরে শারদীয় সংঘের আহবায়ক দীপঙ্কর দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ যুগ ধর্মদাস
ইসকন কার্যনির্বাহী কমিটি ও চেয়ারম্যান ইসকন রিসলভ বাংলাদেশ,
বিশেষ অতিথি ছিলেন বিমলা প্রসাদ দাস চেয়ারম্যান ডেপুটি কেয়ার ইসকন বাংলাদেশ, শ্রী পাদ প্রানোবন্ধু নিত্যানন্দ দাশ সহ সাধারণ সম্পাদক ইসকন ঢাকা ময়মনসিংহ বিভাগ, স্বামী কালী কেশানন্দ মহারাজ সহ-সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম ফরিদপুর,
বন্ধু কিশোর ব্রহ্মচারী সদস্য মহানাম সম্প্রদায়।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন বেদ চণ্ডী ও গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয় । অনুষ্ঠানের পরবর্তী পর্বে টিম দুর্গতিনাশিনীর চণ্ডীপাঠ ও মহালয়া পরিবেশন করা হয় ।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা শারদীয় দুর্গা পুজার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এছাড়া পুজো যেন শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আহবান করা হয় । সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শারদীয় সংঘের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করে বলেন । বিগত সাত বছর যাবত সংগঠন তাদের নিজস্ব অর্থায়নে দুর্গাপূজায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
এ বছরও তা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পরে প্রসাদ বিতরণ করা হয় ।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
Leave a Reply