ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি
“প্রতিটি স্পন্দনই জীবন,এখনই প্রদক্ষেপ নিন,জীবন বাঁচান” এই শ্লোগানে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব হার্ট দিবস।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে নয় টার দিকে ফরিদপুর ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে একটি রেলি বের হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হল রুমে হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাঃ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোঃ বদরুদ্দোজা,
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম মিয়া,
প্রধান আলোচক ডাঃ প্রফেসর শেখ ইউনুস আলী। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান মোঃ আরিফ, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,
ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অধ্যাপক শেখ আব্দস সামাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন হার্ট ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক মফিজ ইমাম মিলন।
সভায় বক্তারা বলেন, পাঁচটি অকালমৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারনে। বিশ্বে প্রতি বছর ২ কোটি ও বাংলাদেশে পনে ৩ কোটি মানুষ মারা যায় এই হৃদরোগে। এই হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে আমাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন আনতে হবে। আমরা বেশি একটা স্বাস্থ্য সচেতন নয়, আমাদের সুস্থ থাকতে হলে, অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। আমরা অতিত নিয়ে হাই হতাশ করি, বর্তমানকে উপভোগ করি না।
Leave a Reply