ফরিদপুরে জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে মানববন্ধন
শহর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মোঃ বদরউদ্দিন এতে সভাপতিত্ব করেন।
বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবি জানান। তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং এর মাধ্যমে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে। জামায়াত নেতারা জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে এসব দাবি গণভোটে দেওয়ার আহ্বান জানান। এছাড়া চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
Leave a Reply