ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও তার সহযোগী রেখাকে আটক করেছে যৌথ বাহিনী
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর বস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও তার সহযোগী রেখাকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চলে এই অভিযান।অভিযান চলাকালে শাহেদার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮০০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন।যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।মাদকবিরোধী এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply