আলফাডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার আব্দুল জলিল
আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা বার্ষিক পরিদর্শন করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল(পিপিএম)।শনিবার ( ১৯ অক্টোবর) দুপুরে তিনি থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ মো. শাহ জালালসহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থানার চৌকস পুলিশ সদস্যদের একটি দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি থানার সদস্যদের দৈনন্দিন কাজের পরিবেশ, দায়িত্ব পালনের পদ্ধতি ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও চাহিদার কথা মনোযোগ সহকারে শুনেন এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার, মামলা নথি, হাজতখানা, অস্ত্রাগার, অভিযোগ সেলসহ গুরুত্বপূর্ণ অফিস কক্ষসমূহ পরিদর্শন করেন। থানার পরিস্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই পুলিশের প্রধান দায়িত্ব। সেবাই পুলিশের ধর্ম—এই আদর্শ বুকে ধারণ করে প্রত্যেক সদস্যকে সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন। তিনি থানার কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শন শেষে তিনি থানার অফিসার ও সদস্যদের মনোবল বৃদ্ধি, দায়িত্ববোধ ও দলীয় কাজের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন,
“পুলিশ সদস্যরা জনগণের বন্ধু—এ কথাটি যেন প্রতিটি মানুষের মনে প্রতিষ্ঠিত হয়, সে অনুযায়ী আমাদের আচরণ ও সেবাদান নিশ্চিত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
থানায় উপস্থিত কর্মকর্তারা পুলিশ সুপারের দিকনির্দেশনাকে তাঁদের দায়িত্ব পালনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তাঁরা জানান, এসপি স্যারের এই বার্ষিক পরিদর্শন তাঁদের কাজের মান আরও বৃদ্ধি করবে এবং থানার সার্বিক কার্যক্রমকে আরও জনবান্ধব করে তুলবে।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে আলফাডাঙ্গা থানার ভূমিকা ইতোমধ্যেই জেলার মধ্যে প্রশংসিত। পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পিপিএম-এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ বর্তমানে “জনগণের পুলিশ—জনতার পাশে” এই মূলমন্ত্রে কাজ করে যাচ্ছে।
Leave a Reply