বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প হিসাবে প্রধান দল হবে শাপলা প্রতীকের এনসিপি- সারোয়ার তুষার
বিশেষ প্রতিনিধি:
নির্বাচন কমিশন শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, চাইলে শাপলা প্রতীকও দিতে পারবে। কেবল কলি দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে, তাই কালক্ষেপন না করে এনসিপির প্রতীক শাপলা দেয়ার দাবি জানায়। বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প হিসাবে প্রধান দল হবে এনসিপির শাপলা।
শুক্রবার সন্ধ্যায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে
জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ কথা বলেন।
তিনি আরো বলেন, শাপলাকলি দেয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে, এনসিপি বাচ্চাদের দল। এই বাচ্চাদের ডাকে ছাত্র জনতার চাপে স্বৈরাচার পতন হয়েছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় সংসদ প্লাজায় যে তামাশা করেছে। জাতীয় নাগরিক পার্টির চাপের মুখে জুলাই সনদ হ্যা ভোটে পাশ হবে। তাই বিএনপি এখন না ভোটের যে প্রচারণা করছে, বিএনপির ভুল ভাঙবে। সাংগঠনিক শক্তির ভয় দেখাবেন না, বিএনপির চেয়ে আওয়ামী লীগের শক্তিও কম ছিল না। এই ছাত্র জনতার ডাকে তারা পালিয়েছে। জুলাই সনদের বিপক্ষে দাড়ানোর চেষ্টা করবেন না।
সমন্বয় সভায় ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, দক্ষিণাঞ্চলের সংগঠক রাসেল আহম্মেদ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলার প্রধান সমন্বয়কারী জামিল মেজাজী, মাদারীপুর জেলার প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলাম হাওলাদার, শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারি এডভোকেট মোঃ রুহুল আমিন।
সঞ্চালনা করেন নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ নাজমুল হুদা, ফরিদপুরের যুগ্ম সম্পাদক সাইফ খান।
এসময় রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুরসহ জেলার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিল।
Leave a Reply