ভাঙ্গায় একই স্থানে ২য় দিনেও ফের দু’দল গ্রামবাসীর সংঘর্ষ- পৃথক সংঘর্ষের ঘটনায় -আহত-৬০; বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: অতিরিক্ত পুলিশ মোতায়েন
ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থানে দু,দল গ্রামবাসীর সংঘর্ষে দুইদিনে অন্তত ৬০ জন আহত হয়েছে। রোববার   উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সংঘর্ষের পর  আবারও একই স্থানে দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সোমবার সকালে ওই গ্রামের  সায়মন মাতুব্বরের দলের মিন্টুকে মারধর করলে  দু’দল গ্রামবাসীর ফের সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত হয়। প্রায় ২০টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় সংঘর্ষকারীরা। এ নিয়ে দু,দিনে অন্তত ৬০ জন আহত হয়৷ 
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দু’পক্ষের সংঘর্ষের জেরে ধরে আজ সকালে মিন্টু নামের একটি ছেলেকে মারধর করে কুদ্দুস মাতুব্বর দলের লোকজন। এরপর পরই দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্র ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশকিছু বাড়িঘর ভাংচুর, লুঠপাট চালানো হয়। আহতরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
রোববার বিকেলে একটি জমি মাপার বৈঠকে বসা নিয়ে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলতে থাকে। এতে ৫০ জন আহত হয়।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানজীরুল ইসলাম মামুন জানান, গতকাল দুই পক্ষের সংঘর্ষের জেরে আজ ফের সকাল থেকে প্রায় ১৫ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, গতকালের সুত্র ধরে আজ ফের সকাল থেকে সংঘর্ষে দুই দলের সংঘর্ষে বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।
এদিকে সোমবার উপজেলার পৌরসদরের বাস্তখোলা সদরদী গ্রামে সিরাজুল ইসলাম ও মন্নু মাতুব্বর দলের মধ্যে জমা জমি নিয়ে সংঘর্ষের জেরে অন্তত ১০ জন আহত হয়েছে৷
 
	                                        
 
	                                        
Leave a Reply