ফরিদপুরে ৩টি আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় দলের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর জুড়ে চলছে আনন্দ উৎসব উদযাপন। তবে এ সময় মিষ্টি বা ফুলের ব্যবহার নেতাদের পক্ষ থেকে নিষেধ করা হয়। 
সন্ধ্যায় ফরিদপুরে নিজ বাড়িতে এসে পৌঁছান ফরিদপুর সদর ৩ আসনের প্রার্থী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীদের বাঁধভাঙ্গা জোয়ার শুরু হয়। এ সময় তিনি তার প্রয়াত পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি’র পাঁচবারের সংসদ সদস্য ও প্রভাবশালী মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন।
পরে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল নীতি-নির্ধারককে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
 
	                                        
 
	                                        
Leave a Reply