বিএনপি’র পররাষ্ট্রনীতি কোন দেশ নির্ভর নয়- শামা ওবায়েদ
বিশেষ প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোন পররাষ্ট্র নীতিতে বিএনপি বিশ্বাসী ছিল না, এখনো নেই ভবিষ্যতেও এ ধরনের পররাষ্ট্রনীতিতে বিএনপি থাকবে না। বিএনপি’র পররাষ্ট্রনীতি কোন দেশ নির্ভর নয়। বিএনপির পররাষ্ট্রনীতি গঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে। আমাদের কোন নির্দিষ্ট দেশ নির্ভর পররাষ্ট্রনীতি নেই। যে দেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সব সময় থাকবে। তিনি বলেন জনগণের স্বার্থ আমাদের আগে, দেশের স্বার্থ সবার আগে বিএনপি’র এর বাইরে কিছুই নেই।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় নগরকান্দা উপজেলা বিএনপি ও সালথা উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভারত যদি আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোন অবস্থান নেই এবং অন্য কোন রাষ্ট্রও যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড করে বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমাদের দলের পররাষ্ট্রনীতি সহজ বিএনপি বন্ধু চায়, প্রভু নয়। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়; কিন্তু কারও অধীন হতে চায় না।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা ও সালথা উপজেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির সাবেক মহাসচিব ও তার পিতা প্রয়াত নেতা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
Leave a Reply