জীবন দিয়েও নিজের জমি রক্ষা করতে পারলো না
ফরিদপুরের একটি নিরহ পরিবার
বিশেষ প্রতিনিধি:
ভুমি দস্যুর কবল থেকে জীবন দিয়েও রক্ষা করতে পারলো না নিজের জমি। অসহায়
পরিবাটি তিন যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরছে। মামলায় জিতেছে কয়েক দফা। তারপরও জমিটি পায় নাই অপরদিকে জীবন রক্ষার্থে ফরিদপুর থেকে নির্বাসিত হয়েছেন।
নিরহ পরিবারটি জানায়, ১৯৫৩ সালে বিরোধিত ৫১ শতাংশ জমি জমিদার কনক রানী গুপ্তার খাজনা বকেয়া থাকায় সরকার প্রকাশ্যে নিলামে উঠালে জনৈক অমূল্য কুমার মিত্র নিলাম খরিদ করে জমির মালিক হয়। এরপর ১৯৬০ অমূল্য কুমার মিত্র জমিটি বিক্রি করলে ফজলুল হক তার কাছ থেকে সাব কবলা মুলে রেজিষ্ট্রি করে নেয়। অপরদিকে জমিদার কনক রানী গুপ্তার কাছ থেকে বার্ষিক খাজনার সর্তে সনু
খাঁ ছব্দু খাঁ আয়মন নেছা গং ভোগ দখল করে বসবাস করতে থাকে। আয়মন বিবি গং খাজনা দিতে ব্যার্থ হওয়া ও বার্ষিক খাজনার মুলে মালিক হওয়া যায় না বলে
সরকার জমিটি প্রকাশ্যে নিলামে উঠালে তাদের সত্ত¡ বাতিল হয়ে যায়। ১৯৬৭
সালে আয়মন গং জালজালিয়াতের মাধ্যমে জনৈক মহিউদ্দিনের নিকট বিক্রি করে। এ
সময় মহিউদ্দিন অবৈধভাবে ১২ শতাংশ জমি খরিদ করে ১৯ শতাংশ রেকর্ড করে।
পরবর্তিতে ১৯৬৭ সালে মহিউদ্দিন ৭ শতাংশ হাসিনার কাছে বিক্রি করে। হাসিনা
আবার মামলা চলমান অবস্থায় মোকছেদ মিয়া ও মোকছেদ মিয়া আবুল বাশারের কাছে
বিক্রি করে। এ সময় আবুল বাশার মুন্সী ফজলুল হক গংয়ের বিরুদ্ধে বাটোয়ারা
মামলা করে পরাজিত হলে কোর্ট ফজলুল হক গংকে জমিটি বুঝিয়ে দেয়। পর্যায়ক্রমে
মহিউদ্দিন সাড়ে চার শামসুল হক ও ৬ শতাংশ রফিক মাস্টার, ৪ শতাংশ হাকিম
ঢালির নিকট বিক্রি করে ও আড়াই শতাংশ আব্দুল হাইয়ের নিকট বিক্রি করে।
মহিউদ্দিন অবৈধভাবে ১২ শতাংশ খরিদ করে সাড়ে ২৩ শতাংশ জমি বিক্রি করে।
২০০৫ সালে উক্ত জমির মধ্যে ফজলুল হক গং কোর্ট মাধ্যমে জমিটি পেয়ে তার
মধ্যে ৫ শতাংশ জমি শারমিন জাহানের নিকট বিক্রি করলে তিনি জমিতে বসবাস
শুরু করে। এতে এলাকার প্রভাবশালী ও শহরের আলোচিত ভুমি দস্যু মিজানুর
রহমান ক্ষুদ্ধ হয় শারমিনের উপর। অগত্য শারমিন মিজানুর রহমানের নিকট গেলে
তিনি তিন লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিকে অপরাগতা জানালে শারমিকে
মিজান চৌধুরী অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিলে
বাড়িটি ভাড়া দিয়ে তিনি ঢাকায় অবস্থান করতে বাধ্য হয়। জনৈক মিজান চৌধুুরী
সু কৌশলে ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়ে জমিটি জবর দখল করে। এরপর অবৈধ জমির
মালিক আব্দুল বাশারের নিকট থেকে জমিটি খরিদ করে ওয়ারলেছ পাড়া দারুল উলুম
মাদ্রায় দান করে।
এ ব্যাপারে ফজলুল হকের ছেলে মুকুট হক বলেন, আমার পিতা একজন সৎ লোক ছিলেন।
তিনি সরকারের কাছ থেকে প্রাপ্ত অমুল্য কুমার মিত্রের কাজ থেকে জমিটি খরিদ
করে। এতে অবৈধ জমির দাবীদারদের মহিউদ্দিন গংয়েরয়ের সাথে বিরোধ চলে আসছিল।
এরই জেরে ১৯৭৬ সালে পিতা ফললুল হক ও বিল্লাল হোসেনকে বাড়িতে প্রবেশ করে
গুলি করে হত্যা করে। আমার পিতা সহ দুই জন জীবন দিলে দুষ্ট চক্রের হাত
থেকে এখনও আমরা মুক্তি পাচ্ছি না। আমরা সরকারের কাছে দুষ্ট চক্রের বিচার
সহ আমাদের জমি অবমুক্তি দাবী করছি। শারমিন জাহান বলেন, জমিটি কিনে আমি
ভোগ দখল করলে মিজান চৌধুরী আমার কাছে তিন লাখ টাকা দাবী করে। এ নিয়ে আমি
তার বাড়িতে গিয়ে চাঁদা দিব না বললে সে আমাকে নানা ধরনের অশালিন ভাষায়
গালাগালি করে এবং আমাকে নানা ধরনের হুমকি দিয়ে তার বাড়ি থেকে বের করে
দেয়। এখন আমি তার ভয়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় অবস্থান করছি। এখন আমি আমার
জমিটি ফেরত চাই।
এ ব্যাপারে মিজানুর রহমানর চৌধুরী বলেন, আমি জমিটি আবুল বাশারের কাছ থেকে
খরিদ করে মসজিদে দান করেছি। কেউ কি টাকা দিয়ে ভুয়া জমি খরিদ করে। এ সময়
তিনি বলেন, মুকুট যদি কোর্ট রায় পায় তবে কোর্ট যে সিদ্ধান্ত দেবে আমি
সেটাই করতে বাধ্য থাকবো। শরমিনের ব্যাপারে তিনি বলেন শারমিন ১৫/১৬ বছর
আগে এসেছিল তারপর তার সাথে আমার কোন কথা হয় নাই।
Leave a Reply