ফরিদপুরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত বোয়ালমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মিনাজুর রহমান লিপন মিয়া’র শারিরীক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু।
ফরিদপুর প্রতিনিধি:
রোববার সন্ধ্যায় দলের স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনাজুরকে দেখতে যান তিনি।
এ সময় পিংকু বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বেঁচে ফিরলেও নিজেদের কোন্দলে মৃত্যুর মুখে পতিত হয়েছে রাজপথের লড়াকু এই সৈনিক। দলের বৃহত্তর স্বার্থে আভ্যন্তরীণ কোন্দল, হানাহানি বন্ধ করে সুষ্ঠু রাজনীতি চর্চার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গত শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলা বিএনপির দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিনাজুরকে কুপিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মিনাজুল এর মাথায় ৩৬ টি সেলাই দেওয়া হয়।
Leave a Reply